প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি ভিভিয়ান ঘোষ, সহ-সভাপতি ফাতেমা আহমেদ তন্বী ও মিঠুন চন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক রাবেরা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল হোসেন ও ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণয় মণ্ডল, অর্থ সম্পাদক সামান্তা দিদার মারিয়া, বিতর্ক ও বিতার্কিক ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন ফাহিম, সহ-বিতর্ক ও বিতার্কিক ব্যবস্থাপনা সম্পাদক ফারজানা শ্রাবণী, কর্মশালা সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, সহ-কর্মশালা সম্পাদক তমালিকা রায় চৌধুরী, প্রকাশনা সম্পাদক আবদুল বাসেদ, দপ্তর সম্পাদক ফাহিম আল ইসলাম, প্রচার সম্পাদক আদনান সৈকত, কার্যকরী সদস্য রাহাদ দেওয়ান, মাহজাবিন অধরা, তাপস মজুমদার, মুশফিকা ইসলাম, খালেদ ফয়সাল, প্রীতি মজুমদার, তানিয়া ইসলাম, ইব্রাহিম সজিব, সাহীদ মাহমুদ, মোহাম্মদ হোসাইন হিমেল, তাহমিনা রহমান বুনন, সাদিয়া ইসলাম আখি ও শরীফ আহমেদ।
চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) তার বিতর্ক যাত্রার চতুর্দশ বর্ষে পদার্পণ করেছে। সংগঠনটি বিতর্ক সম্পর্কিত কার্যক্রমকে গতিশীল এবং বিতর্কের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবে। একই সাথে বিতার্কিক তৈরি ও জাতীয় পর্যায়ে চাঁদপুরের বিতর্ককে আরও বেশি শাণিত ও গতিধারায় আনতে সিডিএমণ্ডএর নতুন নেতৃত্ব কাজ করবে।