সোমবার, ১০ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় ও সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা
স্টাফ রিপোর্টার ॥

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছাচ্ছে চাঁদপুর পৌর আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে পৌর এলাকাধীন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই সভা সাফল্যমণ্ডিত করে চলছেন। ১১জুন শনিবার বিকেলে পুরানবাজার রঘুনাথপুর বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম সামছুল আলম সামছুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোটাঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, সদস্য অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক দুলাল বেপারী, ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ আলম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। যেকোন মূল্যে আমাদের এক ও অভিন্ন থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। তাই মান-অভিমান ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রঘুনাথপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ নূর মোহাম্মদ। সভার শুরুতে আওয়ামী লীগের ৬৯ জনের কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়