প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৮:০২
চাঁদপুর জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক
আমরা ভালো আছি এমনটি না ভেবে সবসময় সতর্ক থাকতে হবে

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার (৯ মার্চ ২০২৫) সকাল দশটায় জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেদিকে সভায় উপস্থিত সকলকে নজর রাখার জন্যে জোর তাগিদ দেয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং কোনো কারণে তার অবনতি হয়ে জনসাধারণের জান-মালের ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে সজাগ থাকার জন্যে সভায় বিশেষ তাগাদা দেয়া হয়েছে। এ ছাড়া সভায় চাঁদপুর জেলা সংশ্লিষ্ট নানান আইন-শৃঙ্খলা বিষয় নিয়েও আলোচনা করা হয়।
|আরো খবর
আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পৌর প্রশাসক ও ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর ও হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, এনএসআই'র যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি'র সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, আড়াইশ' শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পক্ষে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর-এর সরকারী পরিচালক এসএম মোরশেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং কমিটির সদস্য কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
এবারের আইনশৃঙ্খলা সভার আলোচ্যসূচির মধ্যে ছিলো : ১. বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন। ২. সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সংক্রান্ত। ৩. নিয়মিত আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত। ৪. মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত। ৫. বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ সংক্রান্ত। ৬. নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধের বিষয়ে আলোচনা। ৭. নারী নির্যাতন ও ইভটিজিং সংক্রান্ত। ৮. মানব পাচার পরিস্থিতি ও দালাল সংক্রান্ত আলোচনা ৯. গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা। ১০. বিবিধ।
সভাপ্রধানের বক্তব্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সারাদেশের চেয়ে চাঁদপুর ভালো, এজন্যে আমরা সবাই যে ভালো আছি-- এমনটা ভাবলে চলবে না। সব সময় সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ, উপজেলা, পৌরসভা, কোস্টগার্ড, আনসারসহ আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সিকিউরিটির দিকে নজরদারি বাড়াতে হবে। মানব পাচারের সাথে জড়িত চাঁদপুরের নয়জন দালাল রয়েছে। এদেরকে আইনের আওতায় আনতে হবে। হাজীগঞ্জে অনেক হজ এজেন্সি রয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এই বিষয়টি দেখবে। ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে মহিলা অধিদপ্তর এড্রেস করবে। ঈদকে সামনে রেখে মানুষের আনাগোনা, ব্যস্ততা, আর্থিক লেনদেন বেড়ে যায়। এই সময় মলম পার্টির দৌরাত্ম্য, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতির কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে স্থলপথ, নৌপথ ও রেলপথের নিরাপত্তা জোরদার রাখতে হবে। ২৬শে মার্চ আমাদের জাতীয় দিবস। এ দিবসে কোনো কিছুতে যাতে হুমকি না থাকে এ ব্যাপারেও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জনস্বার্থে কোনো অবৈধ স্থাপনা রাখা যাবে না। চাঁদপুর শহরের যানজট নিরসনে নেয়া পদক্ষেপ হিসেবে দুই রংয়ের অটোবাইক আগামী মাস থেকে চলাচল করবে।
তিনি উপস্থিত আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সকল বিভাগকে চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে এ ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান।