প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২২:৪৫
মতলবে দুধ আর লেবুতে চলছে সেঞ্চুরি!

মতলব উত্তরে দুধের লিটারে আর লেবুর হালিতে চলছে সেঞ্চুরি! বাজারগুলোতে রোজার আগ থেকেই ১০০ টাকায় ১ লিটার গাভীর দুধ এবং ১০০ টাকায় বিক্রি হচ্ছে লেবুর হালি। ক্রেতারা বলছেন দুধ আর লেবুতে সেঞ্চুরি হাঁকাচ্ছে বিক্রেতারা।
রোজার সময় সেহরিতে দুধ-ভাত আর ইফতারের সময়ে শরবতে লেবু না হলেই চলে না। প্রতিটি পরিবারে দুধ আর লেবুর ব্যবস্থা থাকতেই হবে। তাই রোজার সপ্তাহের আগেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে দুধ আর লেবুতে। দাম হয়ে গেছে দ্বিগুণ। বাজারগুলোতে দুধ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। আর লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এতে এসব পণ্য কিনতে ক্রেতাকে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। রোববার (৯ মার্চ ২০২৫) মতলবের একাধিক খুচরা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।
ক্রেতাদের বলতে শোনা গেছে, দুধ আর লেবুতে চলছে সেঞ্চুরি। কখনও আবার ওভার সেঞ্চুরি হয়ে যাচ্ছে।
লেবু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশি দাম দিয়ে ঢাকার আড়ত থেকে লেবু কিনে এনে ১০০ টাকা হালি বিক্রি করলেও বেশি লাভ হয় না।
দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গোখাদ্যের অভাব। গাভীর খাদ্যের দাম অনেক বেশি। গরুর রোগবালাইতো আছেই। সব মিলিয়ে ১০০ টাকা লিটার দুধ বিক্রি করলেও পোষায় না।
সবজি কিনতে আসা রুবেল হোসেন বলেন, রোজা উপলক্ষে লেবু কিনতে এসেছিলাম। কিন্তু দোকানে দাম জানতে চাওয়ার পর আর কিনতে ইচ্ছা করছে না। হালি চাচ্ছে ১২০ টাকা। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে।
স্থানীয় ক্রিকেট খেলোয়াড় মো. দিদার বলেন, ক্রিকেটে যেমন রানের সেঞ্চুরি এবং ওভার সেঞ্চুরি হয়, তেমনি দুধ আর লেবুতে এখানে সেঞ্চুরি এবং ওভার সেঞ্চুরি চলছে।