সোমবার, ১০ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৬:৫২

ফরিদগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩টি অবৈধ ইটভাটা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩টি অবৈধ ইটভাটা

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে ফেলার কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ মার্চ ২০২৫) দিনভর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলার ৩টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।

ইটভাটাগুলো হচ্ছে : টুবগী এলাকার মেসার্স টুবগী ব্রিকস, মেসার্স মানিক রাজ ব্রিকস ও ভঙ্গেরগাঁও ব্রিকস। এছাড়া নতুন করে যাতে আর ব্রিকস তৈরি না করে সেজন্যে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।

জানা গেছে, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিলো। নিয়মনীতি মেনে ভাটা পরিচালনা করার বিধান থাকলেও এ সকল ভাটার মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলো। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৯১ টি ইটভাটার মধ্যে ৪১টিকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়