শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৬:১৯

বন্ধ ঘোষণার পরও শাহরাস্তিতে চলছে ইটভাটা

মো. মঈনুল ইসলাম কাজল
বন্ধ ঘোষণার পরও  শাহরাস্তিতে চলছে ইটভাটা

শাহরাস্তিতে বন্ধ করে দেয়ার পরও চলছে ইটভাটার কার্যক্রম। ভাটায় জ্বলছে আগুন, ইট উৎপাদন ও দৈনন্দিন কার্যক্রম চলছে আগের মতো। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও কোনো প্রকার প্রভাব পড়েনি ভাটাগুলোতে। সরকার অবৈধ ও অনুমোদনবিহীন ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করার পর জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বেশ ক'টি ইটভাটা বন্ধের বিজ্ঞপ্তি ভাটাগুলোতে সাঁটিয়ে দেয়া হয়। এতে বলা হয়, মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং -১৩৭০৫/২০২২-এর চূড়ান্ত আদেশ মোতাবেক মেসার্স হারুন ব্রিকস ইটভাটাটির অনুকূলে জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় অবৈধভাবে পরিচালনাকারী ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আদেশক্রমে জেলা প্রশাসক, চাঁদপুর। উক্ত বন্ধের ঘোষণা এস এম এস ব্রিকস, মদিনা ব্রিকস, সততা ব্রিকস, হায়দার তামিম ব্রিকসের প্রবেশ মুখে সাঁটিয়ে দেয়া হয়। বন্ধ ঘোষণা পাওয়ার পরও ভাটাগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উপজেলার ৫ টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে সেই আলোকে ব্যবস্থাগ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, মহামান্য হাইকোর্টের আদেশ তাদেরকে জানানো হয়েছে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।

জানা গেছে, উপজেলায় ১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৩টি ইটভাটার অনুমোদন থাকলেও বাকিগুলো চলছে নিয়মনীতির তোয়াক্কা না করে। পরিবেশ রক্ষায় ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছে উপজেলাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়