প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৪:২৩
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযান
মাদকসহ ৪ মাদক কারবারি আটক

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৯ টা ৫৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে ৪ মাদক কারবারি মো. দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মো. রুবেল হোসেন (৩৪) এবং আব্দুল বাতেন (৬৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।