প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৬:৪৬
সিনিয়র আইনজীবী জামিল হায়দার বুলবুলের ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম আলহাজ্ব দেওয়ান আবুল খায়েরের একমাত্র ছেলে, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চাঁদপুর রোটারী ক্লাব ও পুরাণ বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বস্ত্র ব্যবসায়ী আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল আর বেঁচে নেই। তিনি রোববার (৯ মার্চ ২০২৫) সকাল দশটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, জামাতা, বোন-ভগ্নিপতিসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন সন্ধ্যা ৭ টায় পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণী-পেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। পরে আলহাজ্ব অ্যাড.জামিল হায়দার বুলবুলকে পুরাণ বাজার দারুসসালাম রোডস্থ দেওয়ান আবুল খায়ের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।
|আরো খবর
অ্যাড. জামিল হায়দার বুলবুল ছিলেন সৎ, নিষ্ঠাবান, ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন । চাঁদপুর শহরের বহুল পরিচিত সাগরিকা স্টোরের মালিক রোটারিয়ান মিজান ও লায়ন আনিসুর রহমানের ভগ্নিপতি অ্যাড. জামিল হায়দার বুলবুল।
তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুরের সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।