প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২১:২৬
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন
আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মুন্না

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু ও সদস্য সচিব হচ্ছেন মনির হোসেন মুন্না। রোববার (৮ মার্চ ২০২৫) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব শামছুল আরেফিনের স্বাক্ষরে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
|আরো খবর
উল্লেখ্য, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী পনের দিনের মধ্যে অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।