প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কচুয়া-নলুয়া সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলুয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলুয়া বাজারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ সালাম সওদাগর, সহ-সভাপতি এনামুল হক মিন্টু, সাবেক সভাপতি আলী আকবর শেট, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল মেম্বার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের যুগ্মণ্ডআহবায়ক গোলাম মোস্তফা, সদস্য পারভেজ ভূঁইয়া, যুবলীগ নেতা মহিউদ্দিন, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তাগণ কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা এগোলে বাংলাদেশ এগোবে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আমরাই রুখে দিবো। ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ছাত্রদল যেই স্লোগান দিয়েছে এবং দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, কামরুজ্জামান কাঞ্চন, আঃ হান্নানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।