রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মতলব উত্তরের পুলিশ সদস্য কামরুল দগ্ধ
মাহবুব আলম লাভলু ॥

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ৪ জুন শনিবার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর উদ্ধার কাজে যান চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই মতলব উত্তরের কামরুল হাসান সরকার রানা (৩৪)। ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন আছেন।

জানা যায়, দগ্ধ কামরুল হাসানের দুটি পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৮ জুন বুধবার তার অপারেশন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা আলমগীর সরকার। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্তব্য কাজের অংশ হিসেবে কামরুল হাসান ঘটনাস্থলে যান। সেখানে দুর্ঘটনায় পড়ে আগুনে তার দুই পা দগ্ধ হয় এবং কিছু মাংস বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ জুন তার অপারেশন করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই সে যেনো তাড়াতাড়ি সুস্থ হয়।

দগ্ধ কামরুল হাসান সরকার বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে সৎ, দক্ষ এবং সাহসী। সে এর আগে বিভিন্ন থানায় ও সিআইডি কার্যালয়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন।

কামরুল হাসান মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বদিউল আলম সরকার বাবলুর ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়