রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০

শাহরাস্তিতে আনসার ভিডিপি সমাবেশ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জুন বেলা ১১টায় উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের টিআই পিন্টু চন্দ্র দাশের সঞ্চালনায় ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তারের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি উজ্জ্বল কুমার পাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের কল্যাণে এই সুসজ্জিত আনসার বাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা ভালো করেছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করা হচ্ছে। আগামী দিনগুলোতে কর্মনিষ্ঠ সদস্যদের বিষয়ে যথার্থ মূল্যায়ন করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোলেমান মজুমদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, কমান্ডার আব্দুস সাত্তার (পিএমণ্ডবার)সহ অত্র উপজেলা আনসার ভিডিপির সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ। উক্ত সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মক্ষেত্র সফলতার জন্য আনসার ভিডিপি সদস্যদের ২টি বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা, মগ দিয়ে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়