প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সহকারী জহিরুল ইসলাম (জহির) মোল্লার দাফন অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার বাদ আছর চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডস্থ ওয়্যারলেস এলাকার বরকন্দাজ বাড়ি রোডস্থ পারিবারিক কবরস্থানে ২য় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ। জানাজায় স্থানীয় মুসুল্লি, আইনজীবী সহকারী ও মরহুমের ’৯৫ ব্যাচের বন্ধুরা অংশ নেয়।
গতকাল বাদ জোহর চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থীসহ মুসুল্লিরা অংশ নেয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ নজরুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আনোয়ার হোসেন, সমিতির কর্মকর্তা বাসু প্রমুখ।
উল্লেখ্য, জহির রোববার সারাদিন আদালতের কাজ শেষে তার নিজ বাড়িতে চলে যান। রাত ১১টার সময় তার বুকে ব্যাথা উঠলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না..রাজিউন)। তার বাবার নাম ইয়াকুব মোল্লা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।