রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

চালের বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টার ॥

চালের বাজার পরিস্থিতি মনিটরিং করার জন্য অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল টিম। ৫ জুন রোববার বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক নাসির উদ্দিন ও জেলা পুলিশের সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম পাটোয়ারীসহ অন্যরা ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশের ওপর মনিটরিং করার সময় ১৬৯ কেজি পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া খাদ্যদ্রব্য মজুদ পরিস্থিতি মনিটরিং করার জন্য পুরাণবাজারের কয়েকটি পাইকারী চালের আড়তে আমরা গিয়েছি। সেখানে মনিটরিং করার সময় সন্তোষজনক অবস্থা দেখা গেছে। আর যাদের চাল বিক্রির লাইসেন্স নেই তাদেরকে শীঘ্রই লাইসেন্স করার জন্য তাগিদ দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়