রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে গত ৫ জুন রোববার বিকেলে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরস্থ থানার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়ন সমৃদ্ধশীল হিসেবে পরিণত হয়েছে। ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারকে হত্যা করে যারা উন্নয়নকে থামিয়ে দিতে চেয়েছিল, সেই খুনিরা আজও বসে নেই। ওইদিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এখন তাকে আবারও হত্যার হুমকি দেয়া মানে দেশকে অস্থিতিশীল করে তোলা। আমরা পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠন একতাবদ্ধ হয়ে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর আওয়ামী লীগ নেতা এমরান হোসেন আমিন, কাউন্সিলর জাহিদ হোসেন শোভন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক এসএম সোহেল রানা, যুবলীগ নেতা আরিফ পাঠান, সোহরাব হোসেন, ফজলে রাব্বি, শাহাজান খান, শহিদ বেপারী, ফয়সাল ভূঁইয়া, মোহাম্মদ আলী সুজন, জাকির হোসেন, সাগর শেখ, আরিফ বেপারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শান্ত, পৌর কৃষকলীগের সভাপতি এনায়েত উল্যা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা মিল্টন পাটোয়ারী, সোহেল হোসেন, তারেক রবিউল, মিনাল পাটোয়ারী, আলাউদ্দিন পাটোয়ারী, সালমান খান, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সাকিব খান জয়, পৌর ছাত্রলীগ নেতা কাদির, রাজু, মুন্না, রাসেল, ওসমান, হায়দারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়