প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পূর্ব বালুরচর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। ৪ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ্, এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, অধ্যাপক নেছার উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ খবির উদ্দিন পাটোয়ারী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আরিফ উল্যাহ সরকার, সাবেক মন্ত্রীপুত্র আনিছুল হক, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জুয়েল সরকার, সামাজিক, রাজনৈতি ব্যক্তিবর্গগণ।