প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০
গত ৪ জুন শনিবার থেকে শুরু হওয়া কোভিড-১৯ বুস্টার ভ্যাকসিন কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ নিয়ে শনিবার (৪-১০ জুন) হাজীগঞ্জে অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ। আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, নূরুল আমিন হেলাল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্য সকল চিকিৎসক, সেবিকা, গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিগণ। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক।
উল্লেখ্য, উক্ত ক্যাম্পেইন চলাকালে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে মডানা টিকা সপ্তাহে দু’দিন করে দেয়া হবে।
ফাইজারের টিকা মাইনাস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বিধায় উক্ত টিকা সপ্তাহে দু’দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দিতে হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।