প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে এনসিসি ব্যাংক লিঃ-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কেক কেটে এবং মিষ্টি মুখ করে কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত গ্রাহকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
১৭ মে মঙ্গলবার দুপুরে এনসিসি ব্যাংক লিমিটেড ফরিদগঞ্জ শাখা কার্যালয়ে উক্ত শাখার ম্যানেজার মোঃ আবদুল খালেকের সার্বিক ব্যবস্থাপনায় স্বল্প পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল খালেক এ সময় ব্যবসায়ী, রাজনৈতিক এবং অফিস স্টাফদের নিয়ে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমানত গাজী, মোঃ বিল্লাল হোসেন, শেফায়েত, আবু জাফর, শিপন, সাইফুল ইসলাম ও মোঃ কামাল হোসেন, ডেপুটি ম্যানেজার মঞ্জুরুল করিম, ক্রেডিট ইনচার্জ এজেডএম মাইন উদ্দিন, অফিসার নেয়াজ আহমেদ মজুমদার, রাজিব আহমেদ, সাংবাদিক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
এ সময় এনসিসি ব্যাংক ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল খালেক ফরিদগঞ্জ শাখার সকল গ্রাহককে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।