প্রকাশ : ১৬ মে ২০২২, ০০:০০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় জাদুঘর ঢাকায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ ১৬ মে সোমবার বিকেল ৪টায় কবি নজরুল ইন্সটিটিউট কর্তৃক বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও আলোচনায় অংশ নেবেন নজরুল গবেষক এএফএম হায়াত উল্লাহ। সভাপতিত্ব করবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।