প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়ায় পুলিশের উপহার হিসেবে হতদরিদ্র গৃহহীন এক পরিবার পাকা ঘর পেয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে সারাদেশে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন। কচুয়া থানা মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক প্রাণধন দেব, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও সাংবাদিকগণ এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে থানা পুলিশ কচুয়া উপজেলার গোহট গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী মাকসুদা বেগমের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।