প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
রোটারী ক্লাব অব বনানী ঢাকার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুরে করোনায় কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ঢাকা কনফেকশনারী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, ঢাকা কনফেকশনারীর ম্যানেজিং পার্টনার মোঃ তারেক মাহমুদ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ ও সচিব রোটাঃ পলাশ মজুমদার।
বনানী রোটারী ক্লাবের সদস্য রোটাঃ মাহমুদা হোসাইন এবং চাঁদপুর রোটারী ক্লাবের সার্জেন্ট এট আর্মস ও ঢাকা কনফেকশনারীর ম্যানেজার রোটাঃ সঞ্জয় অধিকারীর ব্যবস্থাপনা ও সহযোগিতায় এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়।