প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬
বাতিঘর মানবকল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার
সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) বিকেলে হাজীগঞ্জ রেলস্টেশন, উপজেলার বিভিন্ন গ্রাম, ফরিদগঞ্জের মনতলা ও ৫নং গুপ্টি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির সদস্যরা। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দুঃস্থদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটা আমাদের ধর্মীয় দায়িত্বও বটে। শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবন যাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। এ জন্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। এদিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও হুডি জ্যাকেট পেয়ে খুশি পরিবারগুলো। তারা সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি ইয়াসিন বরকন্দাজ, সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মো. রনি, সদস্য মাহবুব আলম নিশান, রাজু মির্জা, মো. ইউসুফ প্রমুখ। উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সাল থেকে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ উপহার বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখেন সংগঠনের সদস্যরা।