প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর 'বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন' (জাসাস) প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা জাসাস কমিটি।শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বাদ আসর চাঁদপুর শহরের মেথা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শোয়েব কলিম। সঞ্চালনা করবেন জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদার। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।