প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৭
প্রবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ
মূলপাড়ায় ওয়াপদা খাল অবৈধভাবে সেচ করে মাছ ধরার চেষ্টা
ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া বাজারের পশ্চিম দিকে ওয়াপদা খাল হতে এলাকার একটি চক্র মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে সেচ করে। এর ফলে খাল সংলগ্ন রাস্তায় ভাঙ্গন দেখা দেয়। এলাকাবাসীর পক্ষ থেকে গ্রীস প্রবাসী রাজু পাটওয়ারী চাঁদপুরের জেলা প্রশাসক এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে সেচ কাজ বন্ধ করে। প্রবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থাগ্রহণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অভিযোগকারী প্রবাসী রাজু পাটওয়ারী বলেন, এলাকার একটি চক্র ওয়াপদা খালের তিন কিলোমিটার অংশে বাঁধ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সেচ করছিল, ফলে খাল সংলগ্ন রাস্তায় ভাঙ্গন দেখা দেয়। এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুরের ডিসি এবং ফরিদগঞ্জের ইউএনও মহোদয়কে আমি বিষয়টি অবগত করি। তারা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সেচ কাজ বন্ধ করেন এবং বাঁধ কাটার ব্যবস্থা করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমি এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে বাঁধ দিয়ে সেচ করতে না পারে সেজন্যে প্রশাসনকে সজাগ থাকার জন্যে অনুরোধ করছি।