প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
চান্দ্রাবাজার মানবকল্যাণ সংগঠনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার এলাকায় প্রায় অর্ধশত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) দুপুরে চান্দ্রাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠন।
এ উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. আনোয়ার হোসেন খান।
উপদেষ্টা মাওলানা মো. সালাউদ্দিন চাঁদপুরীর সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য রাখেন ব্যারিস্টার মুহম্মদ সাঈদ (বাকী)।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জিয়াউল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দ্রাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী, গাজীপুর হরিপুর সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ খান, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম পাটোয়ারী, চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. খোরশেদ আলম মিন্টু, নূরে আলম, সেলিম পাটোয়ারী ও নাছির আহমদ।
বক্তারা বলেন, এই সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, চিকিৎসা সেবা দিয়েছে এবং অন্যান্য দুর্যোগকালীন সময়েও তারা অসহায় মানুষের পাশে ছিলো। তাদের এই উদ্যোগের সাথে স্থানীয় প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবকল্যাণে এই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে এমন প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে চান্দ্রাবাজার এলাকায় বিভিন্ন দুর্যোগের সময়ে সামাজিক কাজে অবদান রাখা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার শতাধিক দুঃস্থ ও অসহায় গরিবের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।