প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩
পেঁয়াজের রোগের প্রতিকার
অনলাইন ডেস্ক
রান্না-বান্নায় পেঁয়াজের বিকল্প কিছু নেই। তাই পেঁয়াজ কিনে খেতে হয় বা নিজ জমিতে চাষ করতে হয়। চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে। সে ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থাও নিতে হয়। আসুন জেনে নেই কী সেই প্রতিকার।
ব্লাস্ট রোগ
পেঁয়াজ চাষের পর এ রোগের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ছিটিয়ে দিতে হয়। তাহলে এ রোগের প্রভাব অনেকাংশে কমে যায়।
বেগুনে দাগ রোগ
এ রোগ দমনের জন্যে ফসল সংগ্রহ করার পরে পরিত্যক্ত অংশসমূহ ভালোভাবে সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। জমিতে বীজ বপন করার আগে বীজ ছত্রাকনাশক দ্বারা শোধন করে নিতে হবে। গাছে রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যানব, ন্যাবাম, ডায়থেন ইত্যাদি ছত্রাকনাশক ছিটিয়ে দিতে হবে।