প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
নারায়ণপুর বাজার এবং সাহেব বাজার-নারায়ণপুর বাজারের এ দু’টি অংশের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু জনচলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে এই সেতু দিয়ে ক্রেতা-বিক্রেতাগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
মতলব দক্ষিণ উপজেলার প্রসিদ্ধ নারায়ণপুর বাজার ৩নং খাদেরগাঁও ও ৪নং নারায়ণপুর ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত। বাজারের পশ্চিম অংশ যা নারায়ণপুর মৌজার সাহেব বাজার নামে পরিচিত। আর বাজারের পূর্ব অংশ যা সারপাড় মৌজায় অবস্থিত। বোয়ালজুরি খাল থেকে বের হওয়া শাখা খাল দুই মৌজার মাঝখান দিয়ে প্রবেশ করে বাজারকে দুই ভাগে ভাগ করেছে। যার ওপর বহু বছর আগে নির্মিত সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। বর্তমানে সেতুর দুই পাশের মাটি দেবে গিয়ে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগেই।
নারায়ণপুর বাজারের জনগুরুত্বপূর্ণ এই সেতু পুনঃনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে এলাকাবাসী মনে করে।