সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ ‘শেকড়ের ধ্বনি’
প্রেস বিজ্ঞপ্তি ॥

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রকাশিত হলো স্মারকগ্রন্থ ‘শেকড়ের ধ্বনি’। এতে ভাষা-দেশ-মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তির ৫০টি কবিতা রয়েছে। বইটি সম্পাদনা করেছেন ডাঃ পীযূষ কান্তি বড়–য়া ও মুহাম্মদ ফরিদ হাসান। পরিবেশক পরিবার পাবলিকেশন্স।

‘শেকড়ের ধ্বনি’র অন্যতম সম্পাদক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া বলেন, এই সংকলনে মধ্যযুগের কবি আবদুল হাকিম থেকে শুরু করে এই সময় পর্যন্ত মোট ৫০ জন কবির আবৃত্তিযোগ্য ৫০টি কবিতা রয়েছে। আমাদের চেতনায় অনির্বাণ শিখা প্রজ্বালিত রাখার নান্দনিক প্রয়াস হিসেবে এ স্মারক গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ বলেন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ স্বাভাবিক কর্মকা-ের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিনির্ভর প্রকাশনার উপর গুরুত্ব দিয়ে আসছে। সংগঠনের উদ্যোগে ২০১৯ সালে জাতীয় শোক দিবসে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ ‘অর্ঘ্য’। ২০২১ সালে মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ ‘জ্যোতির্ময় মুজিব’। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমাদের নিবেদন ‘শেকড়ের ধ্বনি’। আশা করি এই গ্রন্থভুক্ত আবৃত্তির কবিতাগুলো তরুণদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে।

তিনি আরো বলেন, ‘শেকড়ের ধ্বনি’র প্রকাশনা উৎসব শীঘ্রই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস বলেন, আমাদের নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে এ বইটি প্রকাশিত হয়েছে। আবৃত্তিশিল্পীদের জন্যে এ বইটি বিশেষ সহায়ক হবে।

‘শেকড়ের ধ্বনি’র প্রকাশকাল মার্চ ২০২২। প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। ৮০ পৃষ্ঠার এ বইটির মূল্য ২০০ টাকা। প্রকাশনা উৎসবের মাধ্যমে বইটি পাঠকদের জন্যে উন্মুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়