প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ভেসে উঠে আরফান সর্দার (৩)-এর লাশ। এর আগে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় আরফান। নিখোঁজের পর থেকে তাকে অনেক খোঁজে বাড়ির সবাই। এরপরেই পুকুরের পানিতে ভাসতে দেখে সবাই আরফানকে। বৃহস্পতিবার ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাটি হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের সর্দার বাড়ির। আরফান এই বাড়ির সুমন সর্দারের ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, আরফান খেলার সময় সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেলে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।