বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে ২৮ মার্চ হরতাল সফলে বাম গণতান্ত্রিক জোটের সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলার হরতাল কর্মসূচি আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।

হরতাল কর্মসূচি সফল করতে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার এক সভা ১৪ মার্চ সোমবার বিকেলে জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজী ও চাঁদপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা বাসদ নেতা কমরেড দীপালি রাণী দাস, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড জিএম বাদশা, জেলা বাসদ মার্কসবাদী নেতা কমরেড রহিমা আক্তার কলি ও সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড জহির উদ্দিন বাবর।

বাম গণতান্ত্রিক জোট আহুত আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচী পালন করার জন্য পথসভা, প্রচারণা, মশাল মিছিলসহ ব্যাপক কর্মসূচি সভা থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। গণমানুষের পক্ষের এ হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য সভা হতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়