প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
কচুয়ার সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন খালের ওপর সাচার-রাজারামপুর সড়কের নতুন ব্রীজ নির্মাণে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। ১৩ মার্চ রোববার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই ব্রীজ দ্রুত নির্মাণের দাবিতে এ মানববন্ধন করেন। প্রায় ঘন্টাখানেক পর কচুয়া আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের আশ্বাসে মানববন্ধন তুলে নেয়া হয়।
এ সময় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শতশত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আটকা পড়া যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করেন।
জানা গেছে, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর এলজিইডি’র আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠিকাদার পাইলিংয়ের জন্যে মাত্র বেজ কাটেন।
উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন বলেন, মানববন্ধনের খবর পেয়েছি। মূল সড়ক থেকে ব্রীজ নির্মাণের স্থানটি বেশ উঁচু হওয়ায় ঠিকাদার ব্রীজ নির্মাণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।