প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
১৩ মার্চ চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন।
ওই বছরের ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যুর কারণে সে সময় পৌরসভার নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে চাঁদপুর পৌরসভার নির্বাচন হয়।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিকুর রহমান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রোববার বাদ আছর চাঁদপুর শহর ও পুরাণবাজারসহ প্রায় ৩০টি জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও মুসল্লিরা অংশ নেন।