প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পঞ্চম ম্যাচে জয়লাভ করেছে চাঁদপুর শহরের নতুনবাজার রহমতপুর কলোনীস্থ উদয়ন ক্লাব। লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। আজ সোমবার লীগের প্রথম রাউন্ডের (অনেকটা শেষ) ম্যাচে অংশ নিবে আবাহনী ক্রীড়া চক্র বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব। দুদলই লীগের খেলাগুলোতে একটি করে ম্যাচে জয় পেয়েছে। আজকের ম্যাচে যে দলই জয়লাভ করবে সে দল লীগের ফিকশ্চার অনুযায়ী ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন দল হওয়ার সুযোগ পাবে।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় রোববারের ম্যাচে অংশ নেয় উদয়ন ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। খেলায় প্রথমে ব্যাট করে উদয়ন ক্লাব। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে সাখাওয়াত ১১১ বলে ৮৯ রান ও এ শাওন ৪৬ বলে ৬০ রান করেন। বল হাতে শেখ রাসেল ক্রীড়া চক্রের শিপন ৪৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
শেখ রাসেল ক্রীড়া চক্র ২৭২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪২ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ২১৪ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে তানভীর ১০৮ বলে ১০০ রান ও ইসহাক ৪৯ বলে ৩৯ রান করেন। বল হাতে উদয়ন ক্লাবের আলাউদ্দিন ৪০ রানে ৪টি উইকেট নেন। উদয়ন ক্লাব ৫৭ রানে জয়লাভ করে।