প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দু’ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১১ মার্চ শুক্রবার সকাল ১১টার দিকে কচুয়া উপজেলার সীমানাস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে রিলাক্স যাত্রীবাহী বাস থেকে এসআই মামুনুর রশিদ সরকার মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বাঘেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে কুদ্দুস শেখ (২৭) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার মহেশতলী গ্রামের মৃত আঃ হাকিম খাঁর ছেলে আরজান খাঁ (৫৫) কে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
সম্প্রতি কচুয়া উপজেলার জগতপুর এলাকা থেকে দফায় দফায় পুলিশ অভিযানে মাদকের বড় বড় চালান ধরা পড়েছে, আটক হচ্ছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযানে পুরো চাঁদপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে সফলতার পথে এগিয়ে যাচ্ছে বলে জনগণ বলছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।