প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’-এর আয়োজনে ৯ম বারের মতো চার শতাধিক খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বর্ণ প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ শুক্রবার মতলব দক্ষিণ উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় এবং কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১১টায় দুই কেন্দ্রে প্রতিযোগিতা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন প্রাইমারী, ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বর্ণ প্রতিযোগিতা উদ্যাপন উপ-কমিটি-২০২২-এর তত্ত্বাবধানে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান শিক্ষক সুইটি শিরিন, নুরুন নাহার বকুল, হালিমা আক্তার, মোঃ সোহরাব হোসেন, নারায়ণপুর প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডন, আরিফ বিল্লাহ, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী আক্তার, সংগঠনের এলিট পরিষদের সদস্য সাইয়্যেদুল আরেফিন শ্যামল, নাসরিন জাহান নীপা, মোঃ রিপন তালুকদার ও মোজাম্মেল প্রধান হাসিব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র শীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হীরা, সায়মন পারভেজ তালুকদার, বর্ণ প্রতিযোগিতা উদ্যাপন উপ কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এএস পলাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম প্রধান, প্রচার সম্পাদক আহসান আরিফ নিলয়, সহ-প্রচার সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সাহিত্য সম্পাদক এএম সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসাইন আরিয়ান, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আব্দুল কাদের সাজেন, সহ-শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান জিসান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান মুন্না সরকার, সম্মানিত সদস্য সীমান্ত পাল ও সুমন চন্দ্র সাহা।
বর্ণ প্রতিযোগিতা উদ্যাপন উপ-কমিটি -২০২২-এর সমন্বয়ক মুহাম্মদ আল-আমিন মিয়াজী ও যুগ্ম সমন্বয়ক শুভ চন্দ্র শীল বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসে বর্ণ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিছুটা বিলম্বে এবারের বর্ণ প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হল।