প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সিটি কলেজের ২০২১-২০২২ সালের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ওয়্যারলেস বাজার এলাকায় কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।
চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সিটি কলেজের আজীবন দাতা সদস্য ও নির্বাহী সদস্য অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, নির্বাহী সদস্য অ্যাডঃ আব্দুস ছাত্তার, মহসীন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, জিএম আব্দুল কাদের, শেখ আতিকুর রহমান সুমন, লায়ন কিশোর সিংহ রায়, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সদর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজ শিক্ষক ম-লী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।