প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ।
সিনিয়র শিক্ষক মাওঃ মজিবুর রহমান ও শিক্ষার্থী সুমাইয়া আক্তার বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মেজর (অবঃ) বেনজির আহমেদ, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোরখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীল, সিনিয়র শিক্ষক নূরুল আমিন, দিপ্তী রাণী সাহা, সুমন চন্দ্র সাহা, অর্জন চন্দ্র পাল, রেহানা আক্তার, সহকারী শিক্ষক মামুন উর রশিদ, ঝুটন ভূঁইয়া, শাহাদাত হোসেন, আইরিন সুলতানা, নাইমুর রহমান, শরীফ হোসেনসহ অন্য সকল শিক্ষক ও কয়েকশ’ শিক্ষার্থী।