প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
করোনাকালীন বেকার হয়ে পড়ায় কচুয়ায় ২শ’ ৫০জন শ্রমিককে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
গতকাল বুধবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন এসব শ্রমিকের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, প্যানেল মেয়র আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম রাজু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে : চাল ১৫ কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি ও আলু দেড় কেজি।