প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার ১০ মার্চ পরিদশর্ক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামের ওসমান ম্যানসন নামীয় ভবনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দিদার মাল (৩২)কে ৫৪পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা। এ ব্যাপারে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপর অভিযানে পরিদশর্ক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে চাঁদপুর সদরের খলিশাডুলী মঠখোলা এলাকার করিম বেপারী বাড়ির দক্ষিণ পাশে বাগানের ভেতরে অভিযান পরিচালনা করে মোঃ সজীব গাজী (২৪)কে ১০২ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা। এ ব্যাপারে উপ-পরিদর্শক মোঃ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২জনই তালিকাভুক্ত আসামী।