প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেছেন, সব ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জাতীয় সংসদে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীদের পেছনে ফেলার কোনো সুযোগ নেই। বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান অনস্বীকার্য। মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলে এবং অন্যান্য ক্ষেত্রে যোগ্যতায় এগিয়ে যাচ্ছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপ্রধানে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার তাছলিমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার, উপজেলা নারী নেত্রী লাভলী আক্তার, উপজেলা মহিলা নেত্রী মুনমুন আজিজ প্রমুখ।