বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে যুবলীগ নেতার মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে মোঃ ইব্রাহিম মিয়া (৩৮) নামের এক যুবলীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া...রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে তিনি মারা যান। এদিন সকালে তিনি নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে পরিবার ও বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ ইব্রাহিম মিয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ড (টোরাগড় ও বদপুরগ্রাম) যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ওয়ার্ডের বদরপুর গ্রামের বাঘু মিয়া হাজী বাড়ির মৃত তাফাজ্জল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে যুবলীগ নেতার মৃত্যুর খবর পেয়ে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল লিপন, পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী মনির হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে উপস্থিত হন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মোঃ ইব্রাহিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই দিন বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়