প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
কোরবানির ঈদকে সামনে রেখে চলমান লকডাউন শিথিল হওয়ার ঘোষণায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি নৌ রুটে বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রচুর পরিমাণে গরু বোঝাই ট্রাক আসছে বলে জানা যায়। শরীয়তপুর ফেরিঘাট থেকে এসব গরুর ট্রাক ফেরিতে পারাপার হয়ে চাঁদপুর হরিণা ঘাট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এ দিকে আগেভাগে ফেরি পার হওয়া নিয়ে ঘাটে থাকা ট্রাক চালকদের মধ্যে হৈ চৈ হচ্ছে।
বিআইডব্লিউটিসি হরিণা ঘাট ব্যবস্থাপক তুষার জানিয়েছেন, লকডাউনের মধ্যে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান ফেরি পারাপার হতো। এখন যেহেতু সামনে ঈদ, সরকার লকডাউন শিথিল ঘোষণা করেছে। বুধবার মধ্যরাতের পর গাড়ির চাপ বাড়বে। এখন শরীয়তপুর থেকে গরু বোঝাই ট্রাক আসছে বেশি।
তিনি জানান, ফেরিঘাটের সব কিছুই স্বাভাবিক। আগে যাবার জন্য কিছু গাড়ি চালক হৈ চৈ করলেও সিরিয়াল অনুযায়ী গাড়ি ফেরিতে উঠছে। আমাদের ফেরিরও কোনো সমস্যা নেই। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য চাঁদপুর মডেল থানা থেকে পুলিশ ফোর্স ঘুরে দেখে গেছে।