প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট দিতে আসা রোগীর সংখ্যা কম থাকলেও দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গতকাল বুধবার উপজেলার করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে আসেন ১২জন। এর মধ্যে ১০ বছরের শিশুসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের ফাবিহা, কচুয়া বাজারের এনসিসি ব্যাংকের স্টাফ হিরা চন্দ্র দাস (৩০), কৈলাইন গ্রামের নাছরিন সুলতানা (৩৫), পলাশপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৭২) ও নাজমুন নাহার (৩০)।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আফসানা রাসমিন রুহী জানান, গতকাল ১৪ জুলাই বুধবার ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।