প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল ১৪ জুলাই বুধবার বাদ আছর চাঁদপুর শহরের শহীদ জাবেদ সড়কস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফেরাত এবং চলমান করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহ আলম মিজি, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা জাতীয় পার্টির সদস্য গোলাম মোস্তফা, মুন্নাফ খান, শহর জাতীয় পার্টির নেতা আঃ রব ভূঁইয়া, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জেলা সাইবার পার্টির সমন্বয়ক মতিউর রহমান মাইনুল, সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মাঝি, যুব নেতা জসিম শেখ প্রমুখ।
উল্লেখ্য, চলমান করোনা মহামারীর কারণে একেবারেই সীমিত আয়োজনে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।