প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় স্বেচ্ছাশ্রমে প্রায় দেড়কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করেছে উপজেলার নূরপুর গ্রামের একদল তরুণ স্বেচ্ছাসেবক। তারা গত ক’দিনে নূরপুর গ্রামের রফিকুল ইসলাম চেয়ারম্যানের বাড়ি থেকে আমিন বাড়ি পর্যন্ত গ্রামের প্রধান সড়কটির প্রায় দেড়কিলোমিটার চলার অনুপযোগী কাঁচা অংশ সংস্কার করে।
দিদারুল ইসলাম মুন্সির নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন নূরপুর গ্রামের জাকির হোসেন মুন্সি, শাহজাহান মুন্সি, নোমার মুন্সি, শাকিব, মোরশেদ, তুষার, জিলানী ও মাহির। এ কাজে পুরাতন ইট, মাটি ও বালু দিয়ে সহযোগিতা করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সমাজসেবক মোশারফ হোসেন টিটু।
যুবক দিদারুল ইসলাম মুন্সি জানান, নূরপুর গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের এ রাস্তাটি বিগত ২৫ বছর ধরে বর্ষামৌসুমে একটুখানি বৃষ্টি হলেই এতো বেশি কর্দমাক্ত হয়ে যে, যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে চলাও সম্ভব হয় না। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও এখনো পাকাকরণ করা হয়নি।
এ রাস্তাটি পাকাকরণে ওই গ্রামবাসীরা কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুদৃষ্টি আকর্ষণ করেছেন।