প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর শহরস্থ পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকায় অবস্থিত আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি উদ্যাপন করা হয়েছে। ৭ মার্চ সকালে বিদ্যালয় মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত হয় জাতির পিতার জীবনীভত্তিক আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সভার শুরুতে জাতির পিতার মাগফেরাত কামনা করা হয় এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নকিবুল ইসলাম চৌধুরীর সভাপ্রধানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সেন চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষিকা শাহজাদী হ্যাপীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বাহার চৌধুরী, জেলা যুবলীগ নেতা মাঈনুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক মোঃ খালেদ হোসেন, খাদিজা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম, নীতি-নৈতিকতা ও মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, এই মহান নেতার কারণেই আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকের মর্যাদা পেয়েছি। পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিলো আমাদের সকল প্রাপ্তির উৎসাহ ও প্রেরণা। জাতি গঠনে ও দেশের উন্নয়নে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।