বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

পুরাণবাজার মধুসূদন হরিসভা উবিতে ৭ মার্চ উদ্যাপিত
স্টাফ রিপোর্টার ॥

পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো দেশের গান, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ৭ মার্চের ভাষণ প্রমাণ করে বঙ্গবন্ধু ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তাঁর ৭ মার্চের ভাষণের মধ্যেই লুকিয়ে ছিল বাঙালি জাতির স্বপ্ন পূরণের দিক-নির্দেশনা। এই ঐতিহাসিক ভাষণের জন্য বঙ্গবন্ধু আখ্যা পেয়েছেন পয়েট অব পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে। এই ভাষণ শুধু বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উদ্দীপ্ত করেনি, সারা বিশে^র নির্যাতিত মানুষকে আত্মমর্যাদা রক্ষায় উদ্দীপ্ত করেছে। তিনি ছাত্র-ছাত্রীদেরকে জাতির জনকের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীন সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের শিক্ষকা মোসাম্মৎ নূরুন্নাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, দুলাল রায়, দিলীপ দেবনাথ, নাজনীন নবী, সিক্তা সাহা, বিশ^জিৎ চন্দ, তাপসী চক্রবর্তী, আসমা আক্তার, দীপা রানী মজুমদার, মঈন আহমেদ, রেজাউল ইসলামসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়