বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলেক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সোমবার কলেজ শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।

এ সময় মোঃ মাসুদ আহম্মদ বলেন, ৭ মার্চের ভাষণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ভাষণেই আমাদের স্বাধীনতার মূল বীজ বুনন হয়েছে।

তিনি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ এ কথার মাধ্যমে তিনি যেমন স্বাধীনতার ঘোষণা দেন, তেমনি মানুষের সামাজিক মুক্তির কথাও বলেন। যা আজও অর্জিত হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। এ মহতি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

তিনি আরো বলেন, মূলত ৭ মার্চের ভাষণের প্রমাণিত হয় পূর্ব বাংলা জনগণ কখনো পাকিস্তানের দখলদারিত্ব মেনে নেয়নি। ৭ মার্চের ভাষণের গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি তিনি এ ভাষণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো কর্তৃক বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি অর্জন করায় এ ভাষণের গুরত্ব বহুমাত্রিক হিসেবে বিশ^ দরবারে পরিচিতি লাভ করে।

সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্ল্যা, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, প্রভাষক সুমন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আ. ন. ম. মুফিজুর রহমান, সহকারী অধ্যাপক বিলকিছ বেগম, সহকারী অধ্যাপক শ্রী কৃষ্ণ দেসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়