প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির বিপরীতে খাদ্য সহায়তা হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ মার্চ মঙ্গলবার বাগাদী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। এদিন ৬শ’ ১০ জন জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই, ইউপি সচিব শহিদুল আলম পাটোয়ারী, নূরুন নবী, ইউপি সদস্য মোঃ মুনসুর খান, মোঃ জাকির খান, ফজলুর রহমান, ইউসুফ গাজী, ইলিয়াস খান, রিয়াজ উদ্দিন পাটোয়ারী, মোঃ মোশাররফ হোসেন, মনির গাজী, দুদু গাজী, শাহানারা বেগম ও আয়েশা বেগম, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আরিফ উল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুসলিম মিজি এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।