প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
কলেজ শিক্ষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরস্থ রোটারী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল কবীর। তিনি বলেন, আপনারা আমাকে সভাপতির পদে আসীন করে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের সকলকে নিয়ে সেই সম্মানের মর্যাদা অক্ষুণœ রাখতে চাই। এজন্যে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের মাঝে মান-অভিমান থাকতে পারে না। কিন্তু সাংগঠনিকভাবে আমরা এক ও অভিন্ন থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। আজকের পরিচিতি সভায় এ হোক আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, যেকোনো ক্ষেত্রেই সংগঠনের বিকল্প নেই। সংগঠন যত শক্তিশালী হবে সাংগঠনিক কর্মী হিসেবে আমরা ততই সম্মানীত হবো। আমরা দায়িত্বকালীন মেধা, শ্রম, ঘাম ঝরিয়ে শিক্ষার্থীদের সঠিক পাঠ দান দিতে চেষ্টা করি। কিন্তু কর্মক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্য অনেক সুযোগ-সুবিধা এখনো পাচ্ছি না। আশা করি শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন না। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) দাবি-দাওয়া পূরণে তাঁরা আন্তরিক হবেন।
সভায় শতভাগ উৎসব ভাতা, স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া, সহকারী অধ্যাপক পদ পুনর্বহাল এবং কোটামুক্ত করণের জোর দাবি উত্থাপিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক চাঁদপুর সদর উপজেলার খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক জেসমিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পুরাণবাজার কলেজের লেফটেন্যান্ট অধ্যাপক শোয়েব, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মোঃ মুকবুল আহমেদ, মূলপাড়া সামছুদ্দিন খান কলেজের অধ্যক্ষ হায়দার আলী, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের এবারত উল্লাহ মিয়া, ফরক্কাবাদ কলেজের শান্তি রঞ্জন দে, রয়মনেননেছা কলেজের জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেহের ডিগ্রি কলেজের মোঃ ইউনুছ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক গল্লাক আদর্শ কলেজের খোরশেদ আলম চৌধুরী, ফরক্কাবাদ কলেজের মোঃ মহিন উদ্দিন, মুন্সীর হাট কলেজের গোলাম মোস্তফা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সেলিম পাটওয়ারী, দপ্তর সম্পাদক মুন্সী আজিম উদ্দিন কলেজের মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরক্কাবাদ কলেজের মোঃ সালাউদ্দিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন কোষাধ্যক্ষ পুরাণবাজার ডিগ্রি কলেজের মানব মিশ্র।